রাজধানীতে শান্তি সমাবেশে যোগ দিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীরা আসছেন সমাবেশস্থলে।
আজ শুক্রবার বেলা ৩টা থেকে তিন সংগঠনের যৌথ উদ্যোগে এই শান্তি সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরেজমিনে দেখা গেছে, সমাবেশ উপলক্ষে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ২৮ ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশস্থল থেকে শুরু করে পল্টন-গুলিস্থানজুড়ে মাইক লাগানো হয়েছে।