হোম > রাজনীতি

আমাদের হিসাবে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি: উপনির্বাচন নিয়ে ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্য শেষ হওয়া ৬ আসনের উপনির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি বলে দাবি করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশকে সামনে রেখে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

উপনির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গতকালের (বুধবার) নির্বাচন হয়েছে ২০১৪ সালের মতই। পত্র-পত্রিকার খবরে দেখা গেছে, ভোটকেন্দ্রে ভোটার ছিল না, ভোটকেন্দ্রে কুকুর শুয়ে আছে। আওয়ামী লীগ এই পর্যায়ে নিয়ে গিয়েছে নির্বাচন ব্যবস্থাকে। যে তথাকথিত নির্বাচন অনুষ্ঠান হলো, এই উপনির্বাচনে ভোট প্রদানের হার তাদের হিসেব অনুযায়ী ১৫ থেকে ২০ শতাংশ। আমাদের হিসাবে এটা ৫ শতাংশের বেশি না।’

সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের পাল্টা কর্মসূচি দেওয়া নিয়ে সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা (আওয়ামী লীগ) পাল্টা কর্মসূচি দিচ্ছে। আমরা যখনই কর্মসূচি দিচ্ছি, তখন একই সময়ে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে। তারা যে ভাষা ব্যবহার করছে সেটা সম্পূর্ণভাবে সন্ত্রাসী। একদিকে আওয়ামী লীগের সন্ত্রাস, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস করে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে।’

২০২০ সালের ২৭ জানুয়ারি মাসে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো আবেকে ফখরুল চিঠি দিয়েছিলেন—পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এই মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরাতো বহু লোককে চিঠি দিয়েছি, বহু দেশকে চিঠি দিয়েছি। অবশ্যই দিয়েছি। এটা তো অস্বীকার করিনি। দেশের চলমান যে শাসন ব্যবস্থা, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে, মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে, দুর্নীতি-লুটপাটের মধ্যে দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করছে, খুন করছে, প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে, এগুলো আমরা সারা পৃথিবীকে জানিয়েছি।’

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম এ জাহিদ হোসেন, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর