Ajker Patrika
হোম > রাজনীতি

রানি এলিজাবেথের প্রতি বাংলাদেশ আ.লীগের শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক

রানি এলিজাবেথের প্রতি বাংলাদেশ আ.লীগের শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধিদল রানি এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল ফারুক খান এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে প্রয়াত রানির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও সেখানে রক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করে রানি এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছেন।

এ সময় হাইকমিশনার রবার্ট ডিকসন আওয়ামী লীগের প্রতিনিধিদলকে হাইকমিশনে স্বাগত জানান এবং রানি এলিজাবেথের মৃত্যুতে হাইকমিশনে এসে শোক জানানোর জন্য তাদের ধন্যবাদ জানান। হাইকমিশনার বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আওয়ামী লীগের প্রতিনিধিদল রানি এলিজাবেথকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু স্মৃতিচারণার কথা হাইকমিশনারকে অবহিত করেন।

প্রতিনিধিদলের নেতা কর্নেল ফারুক খান গণমাধ্যমকে জানান, রানি এলিজাবেথ শুধু কমনওয়েলথের নেতা ছিলেন না, তিনি সারা বিশ্বের একজন অভিভাবক ছিলেন। তিনি বাংলাদেশকে ভালোবাসতেন বলেই এখানে তিনি দুবার এসেছিলেন। বাংলাদেশের মানুষও তাঁকে ভালোবাসেন। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বন্ধুত্ব চির অটুট থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম