Ajker Patrika
হোম > রাজনীতি

সরকারিভাবে ঘৃণা এবং প্রতিহিংসার রাজনীতি প্রোমোট করা হচ্ছে: জিএম কাদের

অনলাইন ডেস্ক

সরকারিভাবে ঘৃণা এবং প্রতিহিংসার রাজনীতি প্রোমোট করা হচ্ছে: জিএম কাদের
বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

সরকার নিজেদের ইচ্ছেমতো দেশের মানুষকে ফ্যাসিবাদের পক্ষের ও বিরুদ্ধ শক্তি হিসেবে দাঁড় করিয়ে ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতির চর্চা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘তাঁরাই নাকি আন্দোলন করেছে, আর কেউ করে নাই। এখন তাঁরা যাদেরকে বলবেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাঁরাই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর যাদের বলবেন ফ্যাসিবাদের দোসর, তাঁরাই ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদ। এভাবে নিজেদের ইচ্ছায় দেশকে ভাগ করেছেন। ফ্যাসিবাদের দোসরদের ঘৃণা করেন, প্রতিহিংসা নেন, তাদের বিরুদ্ধে লেগে যান, ঘরবাড়ি, বিল্ডিং ভেঙে দেন। এই ধরনের রাজনীতি সরকারিভাবে প্রোমোট করা হচ্ছে।’

জিএম কাদের বলেন, ‘ঘৃণা আর প্রতিহিংসা বাড়াতে হবে- এটাই যেন এখন সরকারের ধর্ম হয়ে গেছে। যত ঘৃণা, প্রতিহিংসা বাড়াতে পারো, এটাই হলো এখন রাজনীতি, সামাজিক নীতি। এভাবে কোনো দেশ চলতে পারে না। এটা গত সরকারও করেছে। এখন তাদের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘ঘৃণা, প্রতিহিংসার রাজনীতি থামাতে হবে। আমরা ঘৃণার জায়গায় ভালোবাসা দেখতে চাই। প্রতিহিংসার জায়গা সমঝোতা দেখতে চাই।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে কাদের বলেন, ‘এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই। এই সরকার নিরপেক্ষ কি না, এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এই সরকার বৈষম্য করছে। স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।’

এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই। এসব নির্বাচিত সরকারের কাজ। নির্বাচনের পর যারা আসবেন, তারাই সংস্কার করবেন। এখনই সংস্কারের হাত না দেওয়া ভালো।’

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই: এনসিপি

নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করানো হয়েছে: রিজভী

ছেলে তারেকের পরিবারের সঙ্গে লন্ডনের পার্কে ঘুরতে বেরিয়েছেন খালেদা জিয়া

আগে নির্বাচন পরে সংস্কার, বিএনপি এটি বলেনি: মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া

সীতাকুণ্ড থানার ওসিকে দেশছাড়া করার হুমকি বিএনপি নেতা আসলামের

চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য: মির্জা ফখরুল

দিল্লি ও আ.লীগের বিরুদ্ধে আন্দোলন-যুদ্ধ চলবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছর খুশি মনে ঈদ করতে দেয়নি: এ্যানি

যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হতেই হবে: জামায়াতের আমির