নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিরোধী বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে আটক হয়েছেন। গত শুক্রবারে সেখানে আটক হয়েছেন তিনি।
মালয়েশিয়া পুলিশ শুক্রবার ইমিগ্রেশন অ্যাক্টে তাঁকে আটক করেছে বলে তাঁর স্ত্রী শামীম আরা বেগম জানান। কাইয়ুমের বিরুদ্ধে অবৈধভাবে দেশটিতে অবস্থানের অভিযোগ আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপি ঢাকা মহানগরী উত্তর ইউনিটের সাবেক এই সভাপতি ২০১৫ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।
কাইয়ুম জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) একজন নিবন্ধিত শরণার্থী মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন বলে দাবি করেন তাঁর স্ত্রী। ভুল তথ্যের ভিত্তিতে আটকের ঘটনাটি ঘটেছে বলে তাঁর দাবি।
কাইয়ুম ২০১৫ সালের সেপ্টেম্বরে গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম অভিযুক্ত।
দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ দাবি করেছি।