নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারবিরোধী নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিলে রাজধানীর গুলশান-১ এলাকায় জড়ো হচ্ছেন মহানগর উত্তর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পূর্বঘোষণা অনুযায়ী আজ শুক্রবার বেলা ৩টায় ডিএনসিসি মার্কেটের সামনে থেকে একদফা দাবিতে মহাখালী বাস টার্মিনাল অভিমুখে গণমিছিল করবে দলটি। এ লক্ষ্যে গুলশান-১ এলাকায় দুপুর থেকেই জড়ো হতে শুরু করেন বিএনপির নেতারা।
আজ জুমার নামাজের পর উত্তর বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ডাকে বেলা ২টায় গুলশান-২ এলাকা থেকে এই মিছিল হওয়ার কথা থাকলেও পরে তাঁরা স্থান ও সময় পরিবর্তন করেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উত্তর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক।