হোম > রাজনীতি

ক্ষমতা ছাড়ুন, না হলে পদত্যাগে বাধ্য করব: সরকারকে এলডিপি

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) শুরু হচ্ছে। প্রথম অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান এলডিপির যুগ্ম-মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি। 

বিল্লাল হোসেন মিয়াজি বলেন, ‘সরকারের প্রতি অনুরোধ করব, আপনি আজকে সংসদের প্রথম অধিবেশনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আর না হয় দেশের ১৮ কোটি মানুষকে নিয়ে এই রাজপথে আন্দোলন করে আপনাকে পদত্যাগে বাধ্য করব।’ 

এলডিপির কালো পতাকা মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংক প্রদক্ষিণ করে পুনরায় পল্টন মোড় দিয়ে তোপখানা রোড হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এলডিপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘দেশের মানুষ এই অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করে ভোট থেকে বিরত থেকেছেন। সে জন্যই ১২ কোটি ভোটারকে আমরা সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি গত ৭ জানুয়ারি অবৈধ নির্বাচনের যে সংসদ গঠন হয়েছে, সেই অবৈধ সংসদের প্রথম অধিবেশন হতে যাচ্ছে। কিন্তু দেশের এই ১২ কোটি ভোটার সেটি মানে না। একই সঙ্গে ৬০টি বিরোধী দলও এই অবৈধ সংসদকে মানে না। তাই অবিলম্বে এই সংসদ বিলুপ্তি করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’ 

দেশের মানুষ আওয়ামী লীগকে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে দেবে না এমন মন্তব্য করে বিল্লাল হোসেন মিয়াজি আরও বলেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছিলেন, তাঁরা ইচ্ছা করে ২০ হাজার নেতা-কর্মীকে আটক করেছিলেন। তাঁরা এ দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চাইছেন, যেটা শেখ মুজিবুর রহমান বাকশালের মাধ্যমে করতে চেয়েছিল। তবে দেশের এই ১৮ কোটি মানুষ একদলীয় বাকশাল কায়েম করতে দেবে না। 

কালো পতাকা মিছিলে এলডিপির কেন্দ্রীয় ও মহানগরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা