হোম > রাজনীতি

মহাসচিবের ওপর হামলার প্রতিবাদে এলডিপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুমিল্লার চান্দিনায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। প্রতিবাদ সমাবেশে হামলার নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানান দলটির নেতারা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। 

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ বলেন, ‘ঈদ-পরবর্তী সময়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান আমাদের দলের মহাসচিব। সেখানে তাঁর ওপর অতর্কিত হামলা চালান সরকারি দলের নেতারা। সরকারি দলের অঙ্গসংগঠনের হামলা থেকে বাঁচার জন্য তিনি থানায় আশ্রয় নেন। নির্লজ্জ প্রশাসন সেখানে তাঁকে গ্রেপ্তার করে। এই হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে তাঁর দ্রুত মুক্তি চাই।’ 

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল বলেন, ‘মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। সরকারি দলের নেতাদের এমন উগ্র আচরণের তীব্র নিন্দা জানাই। নিজেকে হামলা থেকে বাঁচানোর জন্য থানায় আশ্রয় নিয়েও তিনি নিরাপদ হতে পারেননি। তাঁকে সেখানে গ্রেপ্তার করা হয়। প্রশাসনের এমন গ্রেপ্তার নিন্দনীয়। আমরা দলের মহাসচিব রেদোয়ান আহমেদের নিঃশর্ত মুক্তি চাই।’ 

প্রতিবাদ সমাবেশে অন্য বক্তারা বলেন, এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে বিরোধী দলের কোনো নেতাকর্মী নিরাপদ নন। তাই এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নেই। দেশে গণতন্ত্র নেই, মানুষের কোনো অধিকার নেই। স্বৈরাচারী সরকারের পতন এখন সময়ের দাবি। 

এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, কে কিউ স্যাকলাইন, সহসভাপতি মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেমসহ প্রমুখ। 

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম