নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশবাসীকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান (একাংশ) রওশন এরশাদ বলেছেন, ‘অন্যায়–অত্যাচার, হানাহানি, সামাজিক অবক্ষয় ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করতে হবে।’
আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, পবিত্র শবে বরাত মহান আল্লাহ তাআলা বিশ্ব মুসলিম উম্মাহর জন্য সৌভাগ্যের রজনী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মহান এ রাতে সৃষ্টিকর্তার রহমত লাভের আশায় রাতভর নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির–আজকারসহ বিভিন্ন ইবাদত বন্দেগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাই পবিত্র এই রজনী নির্বিঘ্নে পালনে ও জননিরাপত্তা জোরদারে প্রশাসনকে আরও কঠোর ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
দেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে অশনিসংকেত শোনা যাচ্ছে তা মোকাবিলায় সরকারকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে রওশন বলেন, ‘রমজানে অসাধু ব্যবসায়ীরা যেন পণ্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সেদিকে কঠোর ও সতর্ক পদক্ষেপ নিতে হবে।’