হোম > রাজনীতি

দুবারের বেশি এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় হয়। 

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশের প্রশাসন, বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত সরকার হলে সেই কাজগুলো করতে চায় না। আমাদের চেয়ারম্যান বলেছেন তাঁরা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অকুণ্ঠ সমর্থন আছে। দেশের মানুষ আশা করে আপনারা কাজগুলো করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে।’ 

সংসদ নেতা যেন প্রধানমন্ত্রী না হন, সেই দাবি তুলে চুন্নু বলেন, ‘কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নত হয়।’ 

জনগণের কাছ থেকে যে দাবি, সেসব সংস্কার করার পরামর্শ দিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, সংস্কার করে তারপর নির্বাচন। যেটুকু সময় লাগে সেটুকু সময়ে জাতীয় পার্টি সমর্থন করে। 

সংবিধান অনুযায়ী যতগুলো নির্বাচন হয়েছে, সেসব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভালো নির্বাচন হলে নির্বাচিত সরকার যে ভালো কাজগুলো করবে, সেটা অনেক সময় করে না। 

দেশের স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই কম বেশি ভুলত্রুটি করেছে উল্লেখ করে চুন্নু বলেন, ‘আমাদের অনেক ভুলত্রুটি আছে। যেটুকু সময় প্রয়োজন সেটুকু দেওয়া হবে।’

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম