হোম > রাজনীতি

১৪ বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন, বিকেলে সভাপতি-সেক্রেটারির নাম ঘোষণা

ঢাবি প্রতিনিধি

১৪ বছর পর প্রকাশ্যে সংগঠনের সর্বোচ্চ মানের শপথের কর্মীদের (সদস্য) বার্ষিক সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছবি: সংগৃহীত

১৪ বছর পর প্রকাশ্যে সংগঠনের সর্বোচ্চ মানের শপথের কর্মীদের (সদস্য) বার্ষিক সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সম্মেলন শেষে বিকেলে নির্বাচিত সভাপতি ও সভাপতি মনোনীত সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হবে। সকাল থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশ থেকে সংগঠনের সদস্যরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে একত্রিত হওয়া শুরু করছে।

সরেজমিনে দেখা যায়, শিবিরের সদস্য সম্মেলনে সারা দেশের সদস্যরা স্লোগান দিচ্ছেন, অনেকেই সাংগঠনিক গান পরিবেশন করেছেন। প্রকাশ্যে সম্মেলন করতে পেরে তাদের চোখে-মুখে আনন্দের ঝলক। সদস্য সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সদস্য মুসলিমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পরে প্রকাশ্যে শিবিরের সম্মেলন করতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তবে প্রকাশ্যে প্রোগ্রাম করে খুশি হলে চলবে না। আমাদের যে লক্ষ্য-উদ্দেশ্য রয়েছে, আল্লাহর সন্তোষ অর্জন, সেটা অর্জন করার ত্যাগ-কোরবানির বিষয়ে আমাদের কাজ করে যেতে হবে।’

সংগঠনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা ও মনোনীত সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হবে। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর সোমবার রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে সভাপতির ভোট দিয়েছেন।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঐতিহ্য অনুযায়ী তাদের (শিবির) একজন শহীদের পিতা এ সম্মেলন উদ্বোধন করেন। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন শেষ হয়েছে। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকরী সেশন চলছে।

কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ বলেন, ‘সংগঠনের সর্বোচ্চ স্তরের জনশক্তি সদস্যদের এবং বিভিন্ন দলের প্রধানদের সঙ্গে গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারাই এখানে রয়েছেন। আওয়ামী লীগের জুলুম-নির্যাতনের সময়েও সদস্য সম্মেলন হয়েছে। তবে প্রকাশ্য সেটা করার সুযোগ হয়নি।’

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা