বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আংশিক কমিটি এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় আংশিক কমিটির সভাপতি হয়েছেন এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান।
অন্যদিকে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা আংশিক কমিটির সভাপতি হয়েছেন শফিউদ্দিন সেন্টু এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার আংশিক কমিটির সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন। এই কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন আজিজুর রহমান মোসাব্বির।