হোম > রাজনীতি

নয়াপল্টনে বিএনপির নয়া সকাল

রেজা করিম, ঢাকা

‘কাল সারা রাত ঘুমাতে পারি নাই। এখনো পর্যন্ত চোখে ঘুম নাই। টিভিতে সরকারপতনের সংবাদ দেখে আনন্দে চোখে পানি চলে আসছে। এমন ঘটনা আগে আমার জীবনে ঘটে নাই।’ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকের পত্রিকার কাছে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন গাইবান্ধার আঙুর মিয়া। জাতীয়তাবাদী রিকশা শ্রমিক আন্দোলনের নেতা আঙুর মিয়ার চাওয়া দেশে গণতন্ত্র ফিরে আসুক। 

আজ মঙ্গলবার আঙুর মিয়ার মতো আরও অসংখ্য মানুষের পদচারণায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় মুখর হয়ে রয়েছে। 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জমায়েত হয়েছেন। মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন অনেকে। কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা। সবার মুখে বিজয়ের স্লোগান। তাদের ভাষায়, দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ মুক্ত হয়েছে। নেতা-কর্মীদের পদচারণায় নতুনভাবে সরব হয়ে উঠেছে প্রায়শই অবরুদ্ধ থাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। 

প্রায় দেড় যুগ ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। দীর্ঘ এই সময়ে সরকারপতনের আন্দোলন করেও ব্যর্থ হয়েছে দলটি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থ হয়েছে বারবার। অবশেষে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পতন হয়েছে আওয়ামী শাসকগোষ্ঠীর। 

সোমবার দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আগামী নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রক্রিয়া শুরু হয়েছে। এ অবস্থায় দীর্ঘ হতাশা কাটিয়ে আবারও চাঙা হয়ে উঠেছেন বিএনপির নেতা-কর্মীরা। 
 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত একের পর এক মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন বিএনপির নেতা-কর্মীরা। পরিবর্তিত প্রেক্ষাপটকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন তাঁরা। এই বিজয়ের হাত ধরেই নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জনের প্রত্যাশা তাঁদের। 

পিরোজপুর থেকে তিন দিন আগে ঢাকায় এসেছেন স্থানীয় নেতা সাকিবুল ইসলাম। দলীয় পতাকা হাতে নিয়ে নয়াপল্টনে স্লোগান দিচ্ছিলেন তিনি। 
পরিবর্তিত প্রেক্ষাপটে প্রত্যাশার কথা জানতে চাইলে সাকিবুল আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের স্বাধীনতা দেখিনি। তবে এবার দেশ স্বাধীন হতে দেখলাম। এখন প্রত্যাশা একটাই—তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসুক, সুশাসন ফিরে আসুক।’

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সেকশন