হোম > রাজনীতি

আহত রোগীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

ঢামেক প্রতিবেদক

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষে আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে আহতদের দেখতে তিনি হাসপাতালে যান।

ডা. শফিকুর রহমান বলেন, গতকাল রাতে একটা বাহিনী প্রতিবাদ করতে এসে সমস্ত আইনকানুন ভঙ্গ করে জোর করে সচিবালয়ে ঢুকে পড়ে। সেখানে তাঁরা গালিগালাজ-উচ্ছৃঙ্খল অবস্থার সৃষ্টি করে। তাঁদের উদ্দেশ্য খারাপ ছিল। এ কারণে যারা প্রথম সারিতে থেকে দেশকে অস্থিতিশীল থেকে রক্ষা করেছে, তাঁরা সচিবালয়ে গিয়েছিল বোঝানোর জন্য। তখন তাঁরা সমন্বয়কসহ ছাত্রদের মারধর করে।

তিনি আরও বলেন, এ রকম একটা গণবিক্ষোভকে ভন্ডুল করার জন্য যেই আসুক, তাঁদের বাধা দিতে হবে। সবে কয়েক দিন হলো নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, এখন এত দাবি দাওয়া কেন? এত দিন আপনার দাবি দাওয়া কোথায় ছিল? এইভাবে যদি ব্যতিব্যস্ত করে তোলা হয়, তাহলে তাঁরাতো রাষ্ট্র মেরামতের কাজটা করতে পারবে না। সাড়ে ১৫ বছর যখন ধৈর্য ধরতে পেরেছেন, আর কয়েকটা মাস ধৈর্য ধরেন। তাঁরা একটু গুছিয়ে আনুক, তখন নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরবেন।

তিনি বলেন, ‘আমি আশা করি সকলের শুভ বুদ্ধির উদয় হোক। কারও উসকানিতে, কোনো ষড়যন্ত্রে পা দেবেন না। তাঁরা দেশকে ভালোবাসবে, নিজের বিবেক অনুযায়ী চলবে, দেশকে পুনর্গঠনে এগিয়ে আসবে। সকলের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি।’

প্রধান উপদেষ্টার ভাষণ দায়িত্বশীল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাঁর বক্তব্যে জাতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রতিধ্বনি হয়েছে বলে মনে করছি। আমার আকাঙ্ক্ষা পূরণ নাও হতে পারে, দেখতে হবে সামগ্রিকভাবে দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা। আমরা মনে করি তাঁরা ঠিক পথেই এগোচ্ছে।’

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম