নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন বিএনপির নেতারা। আজ রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই ইফতার অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকেরা অংশ নেন।
২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর প্রায় চার মাস পরে দলীয় কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চলমান সংকট নিরসনে গণতান্ত্রিক বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। পাশাপাশি ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান বিএনপির মহাসচিব।