হোম > রাজনীতি

দুই মামলায় জামিন, কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাচ্ছেন ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর দুটি থানায় পৃথক দুই মামলায় জামিন দেওয়া হয়েছে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই জামিন মঞ্জুর করেন। 
 
নুরের জামিননামা কারাগারে পাঠানো হয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যে কারামুক্ত হচ্ছেন বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন। তাঁরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বনানীর সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার ঘটনায় কাফরুল থানার মামলায় দুটি আদালত পৃথক পৃথকভাবে জামিন দিয়েছেন। 
 
আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নুর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মো. পারভেজ, হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন জামিন শুনানি করেন। তাঁরা বলেন, জামিন দেওয়ার পর জামিননামা দাখিল করা হয়েছে এবং জামিননামা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তিনি জামিনে মুক্তি পাবেন। 

এর আগে গত ১ আগস্ট নুরকে কারাগারে পাঠানো হয়।

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত, ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান নাহিদের

লাশের রাজনীতি, মবের সংস্কৃতি কোনোভাবেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে না: মাহদী আমিন

সহিংসতায় না জড়িয়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের আহ্বান আসিফ মাহমুদের

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি