Ajker Patrika
হোম > রাজনীতি

রওশন এরশাদের অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রওশন এরশাদের অবস্থার উন্নতি

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শে এখনো তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 

আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে এ খবর দিয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব মামুন হাসান। তিনি জানান, আগের চেয়ে রওশন এরশাদের অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অক্সিজেন লেভেলের উন্নতি হয়েছে। ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের ওঠানামাও আগের চেয়ে অনেকটা স্থিতিতে এসেছে। তবে চিকিৎসকেরা সার্বিক অবস্থা বিবেচনায় তাঁকে এখনও আইসিইউতে রেখেছেন। 

 ১৪ আগস্ট সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে আনা হয় রওশন এরশাদকে। এ সময় চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসকেরা জানান, তাঁর করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে। 

এর আগে ২৯ এপ্রিল পেটে ব্যথা আর পানিশূন্যতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হন রওশন এরশাদ। ওই সময় তাঁর করোনা পরীক্ষা করানো হলেও নেগেটিভ আসে। তবে বার্ধক্যজনিত নানা সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন। যেকারণে হাসপাতালে রেখেই চিকিৎসা ও নানা পরীক্ষা-নিরীক্ষা চলে তাঁর। গত ২৩ মে সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি।

নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর বদল চায় এনসিপি

নির্বাচন নিয়ে দলগুলোর তিন মত

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস