হোম > রাজনীতি

রওশন এরশাদের অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শে এখনো তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 

আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে এ খবর দিয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব মামুন হাসান। তিনি জানান, আগের চেয়ে রওশন এরশাদের অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অক্সিজেন লেভেলের উন্নতি হয়েছে। ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের ওঠানামাও আগের চেয়ে অনেকটা স্থিতিতে এসেছে। তবে চিকিৎসকেরা সার্বিক অবস্থা বিবেচনায় তাঁকে এখনও আইসিইউতে রেখেছেন। 

 ১৪ আগস্ট সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে আনা হয় রওশন এরশাদকে। এ সময় চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসকেরা জানান, তাঁর করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে। 

এর আগে ২৯ এপ্রিল পেটে ব্যথা আর পানিশূন্যতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হন রওশন এরশাদ। ওই সময় তাঁর করোনা পরীক্ষা করানো হলেও নেগেটিভ আসে। তবে বার্ধক্যজনিত নানা সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন। যেকারণে হাসপাতালে রেখেই চিকিৎসা ও নানা পরীক্ষা-নিরীক্ষা চলে তাঁর। গত ২৩ মে সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা