Ajker Patrika
হোম > রাজনীতি

দেশে ফ্যাসিস্ট পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

দেশে ফ্যাসিস্ট পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না: গোলাম পরওয়ার
সিলেটে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বক্তব্য দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫ আগস্ট-পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। এ দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনে আর কোনো সুযোগ দেওয়া হবে না। দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।

আজ শুক্রবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

জামায়াত নেতা বলেন, ‘রমজান হচ্ছে বদরের মাস, কদরের মাস। এই মাসে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের শপথ নিতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার শপথ নিতে হবে।’

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এ সময় এহসানুল মাহবুব বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের সব স্তরে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার শপথ নিতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

নগরের আরামবাগের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসমাইল পাটোয়ারী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য তাজ উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

স্বাস্থ্য খাতে বাংলাদেশের ব্যয় আফগানিস্তানের চেয়েও খারাপ: আমীর খসরু

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দাবিতে ছাত্র ফেডারেশনের ‘কাফন মিছিল’

নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার তথ্য সংগ্রহে বিএনপির সেল গঠন

হাসিনার মতো ফ্যাসিস্ট আবার কায়েম হলে রাজপথে নামব: ফারুক

ধর্ষকের প্রকাশ্য শাস্তির দাবিতে বায়তুল মোকাররমের সামনে খেলাফত মজলিসের বিক্ষোভ

কেউ কেউ কৃত্রিম বিরোধ তৈরির চেষ্টা করছে: মির্জা আব্বাস

বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে: মির্জা ফখরুল

উপদেষ্টা মাহফুজ আলম শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন: গোলাম পরওয়ার

যুদ্ধাপরাধের সহযোগী বলায় মাহফুজের ওপর জামায়াত ক্ষুব্ধ

দেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি: আমান