হোম > রাজনীতি

চুরির টাকা পূরণে জিনিসপত্রের দাম বাড়ায় সরকার: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিভিন্ন খাতে লুটপাট ও চুরি করে সেই চুরির ক্ষতি পূরণ করতেই জিনিসপত্রের দাম বাড়ায় সরকার।’ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি। 

রোববার (০৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ রক্ষা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২২ ’-এর আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। 

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার জনগণের গলা কাটার জন্য গ্যাসের দাম বৃদ্ধি করেছে। কিছুদিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে। তারা চুরি করা টাকা মেকআপ করতে এসব খাতে দাম বাড়াচ্ছে। ৩৩ শতাংশ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হবে আজকে। এদিকে চলছে সাধারণ মানুষের আহাজারি। তারা বাজারে গিয়ে তেল পাচ্ছে না, চাল পাচ্ছে না, ডাল পাচ্ছে না।’ 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নূরুল ইসলাম, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ। 

দ্রব্যমূল্য বাড়ার বিষয়ে রিজভী বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী ৬৪ জেলায় উৎসব করবেন। কিন্তু কোটি কোটি মানুষের পেটে যে হাবিয়া দোজখের আগুন জ্বলছে, সেটা প্রধানমন্ত্রী টের পাননি। কারণ যেসব সিন্ডিকেট দাম বাড়াচ্ছে, তারা ক্ষমতাসীন দলের লোক। এরা মন্ত্রীদের সঙ্গে যেদিনই কথা বলেছেন, তার পরদিনই সেই সব জিনিসের দাম বেড়েছে। তারা পরিকল্পিতভাবে সরকারের মন্ত্রীদের সঙ্গে আঁতাতের মাধ্যমেই দাম বাড়াচ্ছে।’ 

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর