নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিগ্গিরই দেশের বিভাগীয় পর্যায়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও হুইপ মাশরাফি বিন মর্তুজা।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী সভায় এসব কথা বলেন তিনি।
মাশরাফি বলেন, ‘সারা বাংলাদেশে আমাদের দ্রুত একটি টুর্নামেন্ট করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আমরা বিভাগ পর্যায়ে শুরু করব। এখন বর্ষাকাল শুরু হয়ে যাবে, ক্রিকেট সম্ভব নয়। তাই ফুটবল দিয়ে টুর্নামেন্ট শুরু করব। সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করব। কোন বিভাগে শুরু করব সেটিও আলোচনা করব।’
তিনি বলেন, ‘আমাদের সাধারণ সম্পাদক ও মন্ত্রীকে (ওবায়দুল কাদের) অবগত করেছি। তিনি সায় দিয়েছেন। প্রধানমন্ত্রীকে টুর্নামেন্টের ব্যাপারে অবগত করেছি, তিনি নির্দেশনা দিয়েছেন।’
যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে পরিচিত সভায় আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, উপকমিটির কো-চেয়ারম্যান হারুনুর রশিদ।