হোম > রাজনীতি

গণতন্ত্র প্রতিষ্ঠায় এক হয়ে লড়াই করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা আমাদের সকলকে খুব স্পষ্ট করে মনে রাখতে হবে—যেখানে গণতন্ত্র নেই, সেখানে কারোরই কোনো অধিকার নেই। এখন আমাদের লক্ষ্য একটাই, আমাদের নিজেদের রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য, সম্পদ আর অধিকারগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে।’

১০ দফা দাবি আদায়ের বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘ইতিমধ্যে সংগ্রামে আমাদের বহু মানুষের প্রাণ গেছে। ১৭ জন মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। তাদের রক্ত আমাদের বৃথা যেতে দিতে পারি না। তাই আগামী দিনগুলোতে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। একটিই লক্ষ্য সামনে নিয়ে আমরা এগোব যে আমাদের দেশকে আমরা মুক্ত করব, মানুষকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।’

বৌদ্ধ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা