নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্ধিত জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ভাড়া প্রত্যাহার করে নিষ্পেষিত জনগণকে রক্ষার দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগঠনটির ঢাকা মহানগর শাখা। মানববন্ধনে বক্তারা জনগণের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মঞ্জুর আহমেদ মঞ্জু বলেন, ‘একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বাঁচতে চেয়েছিলাম, ন্যায়বিচার চেয়েছিলাম, দুইবেলা খেয়ে পরে বাঁচতে চেয়েছিলাম কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও এসব নিয়ে কথা বলতে হয়। এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়।’
ঢাকা মহানগর (দক্ষিণ) জাসদের সভাপতি আবদুস সালাম খোকন বলেন, ‘ক্ষমতাসীন দল নূর হোসেনের জন্য মায়াকান্না করেছে অথচ স্বৈরাচারের জাতীয় পার্টি আজ সংসদে বিরোধী দল। কারা হেফাজত, জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে? বেশি বাড়াবাড়ি করবেন না। তেলের বর্তিত দাম প্রত্যাহার করেন। নয়তো অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে আবারও মুক্তিযুদ্ধ হবে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান লেবু, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) সভাপতি গৌতম শীল প্রমুখ।