Ajker Patrika
হোম > রাজনীতি

ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলে না: জিএম কাদের 

নিজস্ব প্রতিবেদক

ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলে না: জিএম কাদের 

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ‘হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে কখনোই লকডাউন সফল হবে না। ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলেনা।’ 

আজ শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এটা মানতেই হবে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ, যাদের ঘরে খাবার মজুদ থাকেনা। প্রতিদিন আয় করেই প্রতিদিনের খাবার জোগাড় করতে হয়। এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সঙ্গে ওষুধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়। দিতে হয় বাসা ভাড়াও। লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এসব পরিবারে। মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশজুড়ে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে।’ 

বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁদের জন্য সরকারি সহায়তা যেন চুরি না হয়, সে জন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্টদের।’ 

নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর বদল চায় এনসিপি

নির্বাচন নিয়ে দলগুলোর তিন মত

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস