হোম > রাজনীতি

তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিলের রায়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৭: ৩৬
আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১৭: ৩৬
তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চার মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল শুনানির জন্য আগামীকাল রোববার আপিল বিভাগের কার্যতালিকায় ৩ নম্বর ক্রমিকে রয়েছে।

আজ শনিবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেছিল। চেম্বার বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।’

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘এখানে হাইকোর্ট ভুল করেছেন। মামলা বাতিল করা ঠিক হয়নি।’

এর আগে গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে এসব মামলা করা হয়েছিল। এর মধ্যে গুলশান থানায় তিনটি এবং ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়।

হাইকোর্টে শুনানিতে তারেক রহমানের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। হাইকোর্টের রায়ের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেছিলেন, ২০০৪ সালের ঘটনা দেখিয়ে ২০০৭ সালে মামলা করেছিল। মামলার এফআইআরে তারেক রহমানের নাম ছিল না। রুল যথাযথ ঘোষণা করা মামলার কার্যক্রম বাতিল করেছেন।

খালেদা জিয়াকে বহনকারী গাড়ির চাকায় সোহেলের পায়ে চোট

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া: বিমানবন্দরে মির্জা ফখরুল

ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

দেশ ও মানুষের মঙ্গলের জন্য খালেদা জিয়ার সুস্থতা জরুরি: জি এম কাদের