হোম > রাজনীতি

গণতান্ত্রিক ছাত্র সংসদের ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ঢাবি সংবাদদাতা

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহবায়ক আবু বাকের মজুমদার। ছবি: আজকের পত্রিকা

আত্মপ্রকাশকে ঘিরে দুই পক্ষের বিক্ষোভ ও হাতাহাতির এক দিনের মাথায় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে শিক্ষার্থীদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ২০৫ সদস্যের ওই পূর্ণাঙ্গ কমিটিতে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্থান পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও মুখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির।

শুরুতেই আবু বাকের মজুমদার গত বুধবারের বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘বুধবার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারিনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশের যেসব বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসায় রাজনীতিসচেতন শিক্ষার্থী রয়েছেন, তাঁদের নিয়েই কমিটি গঠন করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের যে চেতনা ছিল এবং এক দফার আন্দোলনে যোগদানের মাধ্যমে হাসিনাকে ক্ষমতাচ্যুতের মধ্যে যে স্বপ্ন সৃষ্টি হয়েছিল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তা বাস্তবায়নে কাজ করে যাবে।’

শিগগিরই সারা দেশে কমিটি আহ্বান করা হবে উল্লেখ করে গণতান্ত্রিক ছাত্র সংসদের এই কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, ‘বুধবার সারা দেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দিতে শিক্ষার্থীদের মধ্যে আকাঙ্ক্ষা ও উৎফুল্ল দেখতে পেয়েছি। সবাইকে শান্ত থেকে আহ্বান রাখব, আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, তাঁরা সারা দেশে বিভিন্ন ইউনিট ও সংসদে কমিটি গঠন করবেন।’

রিফাত রশীদের পদত্যাগ

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও এই কমিটিতে নেই জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব রিফাত রশীদ। সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষার্থী।

বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুধবার নতুন এই ছাত্রসংগঠন আত্মপ্রকাশে আসার দিনে অভিযোগ ওঠে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ রেখে শুধু ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের হাতাহাতিতে কয়েকজন আহত হন। পুরো ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ প্রসঙ্গে আবু বাকের মজুমদার বলেন, ‘কমিটি সাত কর্মদিবসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। তার প্রেক্ষিতে কারও বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বোধ করলে আমরা সেটি নেব।’

তদন্ত কমিটিতে থাকা তিন সদস্য হলেন সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও ঢাবি শিক্ষার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম এবং জ্যেষ্ঠ সংগঠক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদীন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

মধুর ক্যানটিন ও মল চত্বরে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির কথা থাকলে তা স্থগিতের ঘোষণা দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম জে এইচ মঞ্জু গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় স্বার্থে সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করব। সুযোগসন্ধানীদের তৎপরতা সবার কল্পনাতীত! দেশে ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আজকের সব কর্মসূচি স্থগিত করা হলো।’

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদীন বলেন, বুধবার তাঁরা ভুল বুঝেছিলেন যে, সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো অংশ নেই। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলেই বোঝা যেত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল কি না। পরবর্তী সময়ে যখন বলা হলো, পূর্ণাঙ্গ কমিটিতে ৩০-৩৫ জন রয়েছেন, তখন বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

মির্জা ফখরুলের ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত, ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান নাহিদের

লাশের রাজনীতি, মবের সংস্কৃতি কোনোভাবেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে না: মাহদী আমিন

সহিংসতায় না জড়িয়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের আহ্বান আসিফ মাহমুদের

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি