সন্ত্রাসবিরোধী আইনে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের জারি করা প্রজ্ঞাপন শিগগিরই প্রত্যাহার হচ্ছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জামায়াত নিষিদ্ধের আদেশটি প্রত্যাহারের জন্য নথি বর্তমানে প্রধান উপদেষ্টার কাছে রয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।
সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্রশিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ করে গত ১ আগস্ট প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার বা দ্রুততম সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত আপিলটি পুনরায় শুনানির জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি।