Ajker Patrika
হোম > রাজনীতি

এমন কোনো কথা বলবেন না, যাতে ঐক্য বিনষ্ট হয়: শরিকদের উদ্দেশে ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এমন কোনো কথা বলবেন না, যাতে ঐক্য বিনষ্ট হয়: শরিকদের উদ্দেশে ফখরুল 

সরকার পতনের আন্দোলনে শরিক দলগুলোর উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদার সরকার। এটা মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে। আপনাদের অনুরোধ করব, এমন কোনো কথা বলবেন না, যাতে ঐক্য বিনষ্ট হয়। সবাইকে নিয়ে আসতে হবে। এই সরকার আমাদের প্রধান শত্রু। তাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’ 

আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

আন্দোলন শিগগিরই আরও বেগবান হবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সুর একটাই। সুর হচ্ছে যে আমরা আর এই সরকারকে দেখতে চাই না। সরকারকে সরিয়ে জনগণের একটা সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা থাকবে। গণতান্ত্রিক অধিকার থাকবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হব।’ 

ফখরুল বলেন, ‘যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলন এখনো চলছে এবং নিঃসন্দেহে সেই আন্দোলন আরও বেগবান হবে অতি শিগগিরই। আমরা সব দল একত্রিত হতে পেরেছি। কীভাবে এই সরকারকে সরাতে পারি, কীভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি।’

চলমান আন্দোলনকে ঘিরে সমমনা দলগুলোর নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদার সরকার। এটা মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা সংগ্রাম করছি। শুধু একটা কথা আমি আপনাদের অনুরোধ করব, এমন কোনো কথা বলবেন না, যাতে ঐক্য বিনষ্ট হয়। সবাইকে নিয়ে আসতে হবে। এই সরকার আমাদের প্রধান শত্রু। তাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না। এরা রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে এবং অর্থনৈতিক কাঠামোও ধ্বংস করেছে।’ 

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করি। বিশেষ করে তরুণ–যুবকদের এগিয়ে আসতে হবে। কারণ, এই সংগ্রাম শুধু বিএনপির একা নয়। এই সংগ্রাম দেশের স্বাধীনতা-গণতন্ত্রকে রক্ষা করার সংগ্রাম। আমাদের লক্ষ্য একটাই, এই সরকারকে সরিয়ে দেওয়া। মানুষ জেগে উঠেছে। আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই। তবে নতুন সূর্যোদয় হবেই, সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন।

রাজনীতিতে অতীতমুখীতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে: এবি পার্টি

‘আমলাতন্ত্র যেন জনগণের ওপর জেঁকে না বসে’

ডুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার এক দিনের মাথায় সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ

‘সেকেন্ড রিপাবলিক’ জাতিকে বিভক্ত করার অছিলা: মির্জা আব্বাস

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা

আমাদের রিপাবলিক কি অসুস্থ, প্রশ্ন সালাহউদ্দিনের

গণ-অভ্যুত্থানের পরিচিত মুখগুলো প্রশাসনে হস্তক্ষেপ করছে: নুর

ঘুষ, গ্রেপ্তার-বাণিজ্য সবই চলছে, অথচ সরকার উন্নতির কথা বলছে: মান্না

বাকি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ করা উচিত: নুর