কারামুক্তির পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফিরলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ১৪৫ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে ফিরলেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি দলীয় কার্যালয়ের সামনে আসেন। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নিজের দপ্তরে যান। এ সময় তাঁকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংসহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দীর্ঘদিন কারাভোগের পর গত মঙ্গলবার মুক্তি পান রিজভী। এরপর তিনি রাজধানীর আদাবরের বাসায় যান। গত বছরের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।