হোম > রাজনীতি

এরশাদের প্রতিকৃতিতে জাতীয় পার্টির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। 

বৃহস্পতিবার সকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, বাবু সুনিল শুভ রায়, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, সম্পাদক মণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, আহাদ ইউ চৌধুরী শাহিন, মো. হেলাল উদ্দিন (ময়মনসিংহ), আজহারুল ইসলাম সরকার, এম এ সোবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ, ডা. মো. আব্দুল্লাহ আল ফাত্তাহ, কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান টিটু, শেখ সারোয়ার, লোকমান ভূইঁয়া রাজু, জায়েদুল ইসলাম জাহিদসহ মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী। 

এ সময় জাতীয় পার্টির শ্রদ্ধা নিবেদনের পরে প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে একে একে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় যুব সংহতি, জাতীয় কৃষক পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় মৎস্যজীবী পার্টি, জাতীয় হকার্স পার্টি এবং ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি। 

শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক এই রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম