হোম > রাজনীতি

শোভাযাত্রায় যোগ দিতে নয়াপল্টনে বিএনপি নেতা–কর্মীদের ঢল

আজকের পত্রিকা ডেস্ক­

র‍্যালিতে যোগ দিতে নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল। ছবি: আজকের পত্রিকা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই মধ্যে নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল নেমেছে। স্লোগানে মুখরিত চারপাশ। বেলা আড়াইটায় তাদের শোভাযাত্রা শুরুর কথা রয়েছে।

ইতিমধ্যে নয়াপল্টন ও আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বেলা দেড়টা পর্যন্ত এ চিত্র দেখা যায়।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এই শোভাযাত্রা। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে তা মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

গতকাল বৃহস্পতিবার দলটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়—শোভাযাত্রাটি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

এই শোভাযাত্রায় ঢাকায় মানুষের প্লাবন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘র‍্যালিতে শুধু বিএনপির নেতা-কর্মীরা থাকবে না, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবে। সেই সঙ্গে ঢাকা জেলার আশপাশের নেতা-কর্মীরা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে শোভাযাত্রা শুরু হবে, আর শোভাযাত্রা শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন বলে জানান জাহিদ হোসেন।

৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। এই দিবস প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ৭ নভেম্বর বিএনপির দিবস না। সেদিন মানুষ আস্থা রেখেছিল জিয়াউর রহমানের ওপর। কারণ, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যাননি।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা