হোম > রাজনীতি

দীপংকরের সম্পত্তি বেড়েছে কমেছে ঊষাতনের

রাঙামাটি প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর আসন রাঙামাটিতে হেভিওয়েট প্রার্থীর একজন আওয়ামী লীগ মনোনীত (বর্তমান সংসদ সদস্য) দীপংকর তালুকদার। পেশা পরিবর্তন করে পাঁচ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে প্রায় ৩ কোটি টাকার। অন্যদিকে আরেক হেভিওয়েট প্রার্থী জনসংহতি সমিতির (জেএসএস) নেতা ঊষাতন তালুকদারের সম্পত্তি কমেছে। রিটার্নিং অফিসারের কাছে দেওয়া তাঁদের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামায় দেখা গেছে, দীপংকর সাধারণ ঠিকাদার থেকে পেশা পরিবর্তন করে হয়েছেন প্রথম শ্রেণির কাঠ ব্যবসায়ী। নিজেকে কাঠ ব্যবসায়ী উল্লেখ করলেও এ থেকে আয় শূন্য। দীপংকর সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ৮ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার ৪৮৪ টাকার। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে তাঁর সম্পত্তি ছিল ৫ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৩২৮ টাকার। এবারের হলফনামায় নিজের ২৫ ও স্ত্রীর ২৫ ভরি স্বর্ণ দেখিয়েছেন। স্ত্রীর স্বর্ণের মূল্য দেখিয়েছেন ৩ লাখ টাকা।  বার্ষিক আয় দেখিয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার টাকা। 

এ বিষয়ে দীপংকর তালুকদারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে জনসংহতি সমিতির ঊষাতন তালুকদার তাঁর হলফনামায় দুটি মামলা চলমান থাকার কথা উল্লেখ করেন। মামলা দুটিই চেক প্রতারণার। ঊষাতন বছরের আয় দেখিয়েছেন ১২ লাখ টাকা। এর মধ্যে তিনি কৃষি খাত থেকে পান ৭ লাখ টাকা এবং ব্যবসা থেকে ৫ লাখ টাকা। তাঁর সম্পত্তির পরিমাণ ৩১ লাখ ৭৫ হাজার টাকা। ২০১৮ সালের হলফনামায় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩২ লাখ ৬ হাজার ৩৩০ টাকা।

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম