নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেতা-কর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় আপডেট অফিসিয়াল ফেসবুক, টেলিগ্রাম, এক্স বা ইউটিউব চ্যানেলে দেওয়া হবে; এর বাইরে কোনো তথ্য পেলে, সেটি যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শনিবার রাতে আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেজে এক পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, ‘আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, এক্স (সাবেক টুইটার), ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ কিংবা মিডিয়া থেকেও যেকোনো দলীয় আপডেট এলে, সেটি অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম থেকে যাচাই (ভেরিফাই) করার জন্য সবাইকে অনুরোধ করছি।’
দলীয় নেতা-কর্মী-সমর্থক ছাড়াও সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হলো
ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, এক্স (সাবেক টুইটার), ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ; +1 (917) 569-9327