হোম > রাজনীতি

বিজয় তো হয়নি বাংলাদেশের: আসম রব

সাভার (ঢাকা) প্রতিনিধি 

জাতীয় স্মৃতিসৌধে আসম আব্দুর রব। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, ‘বিজয় হয় নাই তো বাংলাদেশের। কৃষক-শ্রমিক-জনতা—এরা যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করল, চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য—এইটা যদি কার্যকরী হয়, ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না, বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসঙ্গে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারও তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই।’

আজ সোমবার বিজয় দিবসে সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসম রব। কান্না বিজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘এই লড়াই বাংলার মানুষের লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম—যত টুক পারলাম।’

আসম আব্দুর রব বলেন, ‘বিজয় হয় নাই এখনো, যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে সেই দিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।’

সংস্কার আগে নাকি নির্বাচন—এমন প্রশ্নের জবাবে জেএসডি সভাপতি বলেন, ‘আবু সাঈদ কি জীবন দিয়েছে নির্বাচনের জন্য? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এ দেশের মানুষ সংস্কার চায়।’ তিনি আরও বলেন, ‘এত বছর হয়ে গেছে এখনো শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের তালিকা হয় নাই। এটা কিসের বিজয়! কার বিজয়! এটা স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন—জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মোহাম্মদ স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর