রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানায় পৃথক মামলা করেছে পুলিশ। তিন মামলায় যথাক্রমে মতিঝিলে ২৮, শাহজাহানপুরে ৫২ ও পল্টন থানায় ৪৫০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, পুলিশের কাজে বাধা, মারধরসহ বিভিন্ন অভিযোগে এই মামলায় আসামি করা হয়েছে। এর মধ্যে বুধবার রাতে বিএনপির কার্যালয় থেকে আটক ৪৫০ জনকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কর্মসূচি রয়েছে। এই সমাবেশ কোথায় হবে, তা নিয়ে আলোচনার মধ্যেই বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে মকবুল আহমেদ নামের একজন নিহত হন। আহত হন বিএনপির অনেক নেতা-কর্মী।