হোম > রাজনীতি

অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন চায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন চায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এই দাবি জানান। পরে তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেন।

আল্লামা ইমাম হায়াত বলেন, ‘জীবন-দ্বীন-রাষ্ট্র ও গণতন্ত্রের স্বাধীনতা বাঁচাতে হলে ক্ষমতাসীন অবৈধ চক্র ও অন্তর্বর্তী সরকার ভেঙে রাষ্ট্রপতি ও সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’

দলটির চেয়ারম্যান বলেন, খাদ্যদ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। এ নিয়ে জনগণের ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের চেয়েও মারাত্মকভাবে আইন-আদালত-প্রশাসন সবকিছু দলীয়করণ করে জনজীবন মারাত্মক সংকটাপন্ন করে তুলছে।

বিক্ষোভ সমাবেশে আল্লামা ইমাম হায়াত অভিযোগ করেন, সমন্বয়ক গোষ্ঠী ও অন্তর্বর্তী সরকার ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক অপরাজনীতির রাষ্ট্রীয় প্রশ্রয় ও প্রমোট করে ইসলামের শান্তিময় মানবিক ধারা এবং রাষ্ট্রকে বিপন্ন করে তুলেছে। ধর্মের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্মের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীত ধর্ম ধ্বংসাত্মক ও গণতন্ত্র বিনাশী এবং রাষ্ট্র ধ্বংসাত্মক স্বৈরতন্ত্র।

সমাবেশ শেষে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যাওয়া দিলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তাদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সেকশন