হোম > রাজনীতি

ইভিএমে ভোট করবে জাতীয় পার্টি: রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনের বিষয়ে জাতীয় পার্টি (জাপা) বরাবরই আপত্তি জানিয়ে এলেও এ বিষয়ে অনাপত্তির কথা জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ইভিএমে আপত্তি নেই জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছেন, ইভিএমে নির্বাচন নতুন কথা নয়, ইভিএমে নির্বাচন আমাদের দেশেও হবে। আমরা ইভিএমে নির্বাচন করব। আমরা এখন ‘ফাইভ জি’র যুগে চলে এসেছি, ইভিএমে ভোট করতে অসুবিধা কোথায়? 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ফার্সে জাতীয় পার্টির দশম কাউন্সিল উপলক্ষে সংবাদ সম্মেলনে বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেন রওশন। তাঁর পক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব গোলাম মসীহ্। বর্তমানে অসুস্থতা নিয়ে বিদেশে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা।

রওশন এরশাদ বলেন, নির্বাচনে যারাই জেতে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যারা হারে তারা বলে ভোটে কারচুপি হয়েছে। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী। আগামী নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং ভালো করবে।

রওশন বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে, যা ঠিক হয়নি। চেয়ারম্যানের একক ক্ষমতা এটা ঠিক হয়নি। অতীতে যারা জাতীয় পার্টি করেছেন, নানা কারণে দল থেকে চলে গেছেন, তাঁদের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, আমার শরীর এখন অনেকটাই সুস্থ। চলতি অক্টোবর মাসে আমি দেশে ফিরব। আমি মনে করি জাতীয় পার্টি থেকে যাঁরা চলে গেছেন তাঁরা সবাই যদি ঐক্যবদ্ধ হন, তাহলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে ভালো করবে। আগামী নির্বাচন ভালো হবে, দেশের মানুষ ভালো থাকবে।

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম