Ajker Patrika
হোম > রাজনীতি

জয়ার আয়ের চেয়ে বিনিয়োগ বেশি

সুনামগঞ্জ প্রতিনিধি

জয়ার আয়ের চেয়ে বিনিয়োগ বেশি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নিজেকে পিএইচডি ডিগ্রিধারী উল্লেখ করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত। আর আয়ের চেয়ে বিনিয়োগ বেশি বলে উল্লেখ করেছেন তিনি।

আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর আসনটির উপনির্বাচনে তাঁর স্ত্রী ড. জয়া সেনগুপ্ত সংসদ সদস্য হন। পরে ২০১৮ সালে আবার আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। এবার পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী) আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জয়া।

হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, দুইবারের সংসদ সদস্য জয়া সেনগুপ্তের বার্ষিক আয় ১৮ লাখ ৬৯ হাজার ৭২ টাকা। তবে ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা রয়েছে ৯১ লাখ ৩৫ হাজার ৯৬৯ টাকা। সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে ১ কোটি ৪৬ লাখ টাকা। এ ছাড়া ৫১ লাখ ৫০ হাজার টাকা দামের গাড়ি রয়েছে। হলফনামায় নিজের ১০ ভরি সোনা থাকার কথা উল্লেখ তিনি করেছেন, কেনার সময়  যার মূল্য ছিল ৪০ হাজার টাকা।

এ বিষয়ে জয়া সেনগুপ্ত বলেন, ‘হলফনামার তথ্যগুলো সঠিক। অন্যদিকে স্থাবর সম্পত্তি হিসাবে হলফনামায় ১০ একর কৃষিজমির কথা উল্লেখ করেছেন জয়া। এর মূল্য কেনার সময় ছিল ৬ লাখ টাকা, আর ৮৫ একরের অকৃষি জমিও রয়েছে। কেনার সময় এর মূল্য ছিল ২২ লাখ ৪০ হাজার টাকা।

এনসিপির গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি

সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট

‘বহুত্ববাদ’ নয় ‘বহুমত, বহুপথ’ যুক্ত করার প্রস্তাব খেলাফত মজলিসের

এনসিপির শৃঙ্খলা কমিটি গঠন, নেতাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের উদ্যোগ

সরকার-ইসির এক সুর চায় এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিপক্ষে বিএনপি

নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন : ডা. শফিকুর

ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব: আমীর খসরু

সংগ্রাম এখনো শেষ হয়নি, নির্বাচিত সরকার আমরা এখনো পাইনি: মির্জা ফখরুল

বিএনপির চায়ের দাওয়াতে সিপিবি-বাসদ