ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু পরিষদ। প্রকৌশলী মো. হারুন অর রশিদকে ঢাকা মহানগর উত্তরের এবং নাসির উদ্দিনকে দক্ষিণের আহ্বায়ক করে ৯৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান ঢাকা মহানগর কমিটি বিলুপ্ত করে সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর, শক্তিশালী ও সুশৃঙ্খল করতে ‘বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর উত্তর’ ও ‘বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ’ নামে দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী তিন মাসের জন্য এটি গঠিত হলো। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও জবাবদিহিতায় এই কমিটি পরিচালনা হবে।