হোম > রাজনীতি

কুটিল রাজনীতির কারণে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে: ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে কুটিল রাজনীতির কারণে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। পূজামণ্ডপগুলোতে হামলাকারীদের এমন শাস্তি দিতে হবে, যাতে কেউ আর এ ধরনের কাজ করার সাহস না পায়। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে এটা হতে পারে না।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ওয়ার্কার্স পার্টির নেতারা এসব কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের পূজামণ্ডপে হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার তীব্র নিন্দা জানিয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন বলেন, দেশে বর্তমান পরিস্থিতি জটিল করতে সাম্প্রদায়িক গোষ্ঠী সক্রিয়। দুর্গাপূজার বিজয়া দশমীর প্রাক্কালে সারা দেশের পূজামণ্ডপগুলোতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে হিন্দু সম্প্রদায়ের মনে আঘাত দেওয়া হয়েছে।

আবুল হোসেন আরও বলেন, ধর্ম যার যার বিশ্বাস। সেই বিশ্বাসে আঘাত হানা অধর্মের কাজ। কোন মানবিক মানুষ ধর্মীয় অনুষ্ঠানে অন্য ধর্মের গ্রন্থ রাখতে পারে না। 

দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য শিউলি আক্তার বলেন, পূজামণ্ডপের এই ঘটনাটি কোন বিশেষ রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের কাজ। যারা করেছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

মানববন্ধনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শিউলি শিকদার, মুর্শিদা আক্তার নাহার, মোহাম্মদ তৌফিক, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কিশোর রায় প্রমুখ বক্তব্য দেন।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা