Ajker Patrika
হোম > রাজনীতি

জিয়াউর রহমান বিএনপি ও আ.লীগ দুই দলেরই প্রতিষ্ঠাতা: আলাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিয়াউর রহমান বিএনপি ও আ.লীগ দুই দলেরই প্রতিষ্ঠাতা: আলাল

আওয়ামী লীগকে শেখ মুজিবুর রহমান মেরে দাফন-কাফন করে বাকশালের নাম করে কবর দিয়ে গিয়েছিলেন। সেই বাকশালের কেবিনেটের সদস্য আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন না। জিয়াউর রহমান দুইটা দল প্রতিষ্ঠা করেছেন। একটা হলো বিএনপি, আরেকটা আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর নাট্যমঞ্চে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। 

আলাল বলেন, ‘আওয়ামী লীগ জন্ম থেকেই বিভিন্ন নাম ধারণ করেছে। প্রথমে ছিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী লীগ, তারপরে বাকশাল, আর বর্তমানে আবার আওয়ামী লীগ নাম নিয়েছে।’ 

আলাল আরও বলেন, ‘এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়াউর রহমান। এ কারণে বলেছি, শুধু বিএনপি নয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। যদি তাই না হতো, তাহলে শেখ হাসিনা আজকের আওয়ামী লীগ ফেরত পেতেন না। জিয়াউর রহমানের কারণেই ফেরত পেয়েছেন। এ কারণে শেখ হাসিনার কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আর না করলে নাই।’ 

আওয়ামী লীগ যত কিছুই করুক না কেন জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারবে না। কারণ, তাঁর নাম এ দেশের জনগণ হৃদয়ে ধারণ করে বলে জানান মোয়াজ্জেম হোসেন আলাল। 

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ যে পদ্মা সেতু নিয়ে এত চেঁচামেচি করছে, সেই পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজক কমিটিতে আওয়ামী লীগের কোনো নেতার নাম নাই। এমনকি ওবায়দুল কাদেরেরও নাম নাই। সব সরকারি কর্মকর্তার নাম দিয়েছে। শেখ হাসিনা তো নিজের দলের লোকদেরও বিশ্বাস করেন না।’ 

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না: তাসনিম জারা

১৫০ আসনে জয়ী হতে পারে এনসিপি

সংস্কার ও বিচার নিশ্চিত হলে কালই পিআর পদ্ধতিতে নির্বাচন দিন: রেজাউল করীম

বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে: খন্দকার মোশাররফ

আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা: মুফতি রেজাউল করীম

নির্বাচনের জন্য ফেনা তুলে রায় মানতে পিছপা হলে হবে না: আবদুল হালিম

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর

দুই মেরুতে বিএনপি-জামায়াত

বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়তে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান সিপিবির

বাংলাদেশের এলডিসি উত্তরণ ঠেকাতে জাতিসংঘে যাওয়ার আগে মির্জা ফখরুলের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক