Ajker Patrika
হোম > রাজনীতি

ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা সোয়া ৩টার দিকে তিনি উপস্থিত হন। এ সময় দলীয় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মুখর করে তোলেন। 

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন শেখ হাসিনা। বেলা ৩টা থেকে শুরু হওয়া এ জনসভায় তিনি ছাড়াও দলটির কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্য প্রার্থীরা বক্তব্য দেবেন। 

এর আগে সকাল থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন ঢাকার বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা। বেলা ১টার পর থেকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। 

জনসভা সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ একাধিক যৌথ সভা করেছে। যেখানে সর্বোচ্চসংখ্যক উপস্থিতি এবং জনসভাকে নির্বাচনী জাঁকজমকে তুলে ধরতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এদিকে ঢাকায় নির্বাচনী জনসভা করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর চিঠি দিয়ে অনুমতি চেয়েছিল আওয়ামী লীগ। ২০ শর্তে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

আগামীকাল মঙ্গলবার ফরিদপুর জেলা শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। এরপর ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় বেলা আড়াইটা থেকে জেলার এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির সভাপতির।

ছারছীনা পীরের সঙ্গে দেখা করলেন সালাহউদ্দিন

জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি

আমরা ধর্মীয় সম্প্রীতির, ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: নাহিদ

জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে: শাকিল উজ্জামান

বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করব: নাহিদ

জুলাই সনদের খসড়া মেনে নিতে পারি না: এনসিপি

জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ, কিছু অংশ বিপজ্জনক: জামায়াত

ভ্রান্ত সমাজতান্ত্রিক কাঠামো থেকে মুক্তবাজার অর্থনীতি আনেন জিয়াউর রহমান, বললেন মির্জা ফখরুল

মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের