হোম > রাজনীতি

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার দায় মোদী সরকারের: সাইফুল হক

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ছবি

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি এ ঘটনার জন্য ভারতের নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করেছেন।

আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশবিরোধী উগ্র হিন্দুত্ববাদীরা ওই হামলার পেছনে যুক্ত। একই সঙ্গে তিনি বেনাপোল সীমান্তে বিজিপির সাম্প্রদায়িক মহড়া ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে চরম উসকানিমূলক ও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বলে আখ্যা দিয়েছেন।

সাইফুল হক বলেন, ‘মমতা ব্যানার্জি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর যে আহ্বান জানিয়েছেন, তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল।’

তিনি আরও বলেন, ‘এসব উসকানিমূলক সহিংস তৎপরতার দায়-দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারকে বহন করতে হবে।’

তিনি দাবি করেন, ভারতের বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে এবং এতে ভারতের অনেক রাজনৈতিক দলও সমর্থন দিচ্ছে।

বিবৃতিতে তিনি ভারতের সরকার ও বিজিপিকে বাংলাদেশবিরোধী সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও দেশের বাইরে উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, রোববার (১ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনের ওপর ব্যাপক হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা। এ ছাড়া, বেনাপোল সীমান্তে বিজেপির সাম্প্রদায়িক মহড়ারও অভিযোগ উঠেছে।

নির্বাচন নিয়ে আলোচনার জন্য যমুনায় ডাক পেল বিএনপি

আমরা ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো বক্তব্য দিইনি: সালাহউদ্দিন

ফিলিস্তিনকে মুক্ত করতে ড. ইউনূসকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সংহতি র‍্যালি করবে বিএনপি

‘অতি গোপনীয়’ অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস

পদত্যাগ করে ছাত্রদের দলের দায়িত্ব নিন: প্রধান উপদেষ্টাকে দুদু

নিবন্ধন পেল সংখ্যালঘুদের রাজনৈতিক দল বিএমজেপি, প্রতীক রকেট

নির্বাচনের রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি

আরও ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনডিবি: বিডার নির্বাহী চেয়ারম্যান

গতকাল ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলায় সরকারের ব্যর্থতা লক্ষণীয়: সালাহউদ্দিন