নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ বিরতির পর আবারও সমমনা জোট ও দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। এরই মধ্যে বেশ কয়েকটি জোট ও দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও সেরেছেন দলটির নেতারা। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণঅধিকার পরিষদের (একাংশ) নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিকেল পৌনে ৫টায় শুরু হওয়া ওই বৈঠকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশ নিয়েছেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বৈঠকে অংশ নিয়েছেন।