Ajker Patrika
হোম > রাজনীতি

কারাগারগুলো ধারণক্ষমতার তিন গুণ বন্দী দিয়ে পূর্ণ করা হয়েছে: সিপিবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারাগারগুলো ধারণক্ষমতার তিন গুণ বন্দী দিয়ে পূর্ণ করা হয়েছে: সিপিবি 

সরকার ক্ষমতা ধরে রাখতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। সারা দেশের কারাগারগুলো ধারণক্ষমতার তিন গুণ বন্দী দিয়ে পূর্ণ করা হয়েছে। তবু সরকার দেশের গণতন্ত্রকামী মানুষের আন্দোলন দমাতে পারছে না। 

আজ মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার ধূপখোলা মাঠ ও বাজার এলাকায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে একতরফা নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার। 

জলি তালুকদার বলেন, ‘ক্ষমতাসীন সরকার শ্রমিকের ন্যায্য দাবির আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে দ্বিধা করে না। বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের কণ্ঠরোধে সারা দেশের কারাগারগুলোকে ধারণক্ষমতার তিন গুণ বন্দী দিয়ে পূর্ণ করা হয়েছে। তবু সরকার দেশের গণতন্ত্রকামী মানুষ ও অধিকার আদায়ে সোচ্চার শ্রমিকদের আন্দোলন থামাতে পারছে না। দেশের এই ক্রান্তিকালে জনগণ গণ-আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।’ 

এ সময় সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন ক্ষমতাসীনদের জন্য কাল হবে। আওয়ামী লীগ ও তার নির্বাচনী সঙ্গীদের গণতন্ত্র হত্যার অভিযান দেশের মানুষ প্রতিরোধ করবে।’ 

কর্মসূচিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী বলেন, ‘বাজার নৈরাজ্য, সীমাহীন লুটপাট, অর্থ পাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। বৈদেশিক ঋণনির্ভর তথাকথিত উন্নয়ন মানুষের পেটে অন্নের জোগান দিতে পারছে না।’ 

আগামী ৩১ ডিসেম্বর ঢাকার আজিমপুর বাসস্ট্যান্ড থেকে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় গণসংযোগ এবং পথসভা কর্মসূচি ঘোষণা করেন নেতারা। 

সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন সিপিবির সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সাইফুল ইসলাম সমীর, বাসদের (মার্ক্সবাদী) ঢাকা নগর কমিটির নেতা মোহাম্মদ সোয়াইব প্রমুখ।

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবিতে ছাত্রী হেনস্তা: মব উসকে দেওয়ায় গণতান্ত্রিক ছাত্রসংসদের মাজহারুলের পদ স্থগিত

এনপিপিতে ফের আম নিয়ে কাড়াকাড়ি

কুটনীতিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপির নেতারা

দেশ এখনো অস্থিতিশীল, এ বছরই নির্বাচন অনুষ্ঠান কঠিন: নাহিদ ইসলাম

নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর বদল চায় এনসিপি

নির্বাচন নিয়ে দলগুলোর তিন মত

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু