হোম > রাজনীতি

নিজ নামের সঙ্গে ‘দেশনায়ক’ ‘রাষ্ট্রনায়ক’ না বলতে তারেক রহমানের নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

নিজের নামের সঙ্গে ‘দেশনায়ক’ কিংবা ‘রাষ্টনায়ক’ না জুড়ে দিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনাদের কাছে আমার একটি অনুরোধ-আপনাদের সহকর্মী হিসেবে এটি আমার অনুরোধ। আপনাদের নেতা হিসেবে এটি আমার নির্দেশ–আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, দেশনায়ক, রাষ্ট্রনায়ক— এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সঙ্গে।’

সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশটা আমাদের সবার। আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু একটু করে এগিয়ে আসি, একটু সহনশীল হই, একটু করে চেষ্টা করি, আমরা ভাল কিছু করতে সক্ষম হবো।’

আগামী দিনের সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘সামনে আমাদের অনেক সম্ভাবনা আছে নতুন সেক্টর তৈরি করার। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমি মনে করি বিএনপি সুযোগ পেলে আমরা কতগুলো সমস্যা কমিয়ে আনতে সক্ষম হব। তবে বাস্তব বিবেচনা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে, আমরা রাতারাতি সবকিছু করে ফেলতে পারব না। আপনি-আমি করতে পারব না।’

তারেক রহমান বলেন, ‘বিষয় একটাই- আমরা দেশকে দেশের মানুষকে সঙ্গে নিয়ে ভাল কিছু করতে চাই। বিএনপি এমন একটি দল, যারা দেশ পরিচালনা করেছে। হয়তো আমরা অনেক কিছু করতে পারিনি। আবার অনেক কিছু কিন্তু করেছি আমরা। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা করেছি। বাংলাদেশে শিল্পের যুগ, সেটা বিএনপির সময়ই সূচিত হয়েছে।’

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে এক কর্মশালায় বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘মানুষকে বোঝান, মানুষকে বলুন যে, মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ গড়তে চাই।’

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা