Ajker Patrika
হোম > রাজনীতি

১৫ আগস্টের ষড়যন্ত্র মোকাবিলা করবে ছাত্র-জনতা: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৫ আগস্টের ষড়যন্ত্র মোকাবিলা করবে ছাত্র-জনতা: মঈন খান

১৫ আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে আহতদের দেখতে আজ মঙ্গলবার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানেই তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। 

মঈন খান বলেন, ‘১৫ আগস্ট সামনে। এদিনকে সামনে রেখে জাতীয় নির্বাচনের মতোই ষড়যন্ত্র চলছে। আমাদের বিশ্বাস, জাগ্রত ছাত্র-জনতা সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে।’ 

এ সময় সাধারণ মানুষের ভাষা বুঝে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন মঈন খান। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার রায়ে দায়িত্ব পেয়েছেন। দেশের ক্রান্তিকালে ছাত্র-জনতার ম্যান্ডেট নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এ সরকার জনগণের মৌলিক অধিকারের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে।’ 

তিনি বলেন, ‘ছাত্র-জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। ফলে তাঁরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। ছাত্ররা প্রমাণ করেছে কোনো স্বৈরাচার সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তাঁদের এ সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ 

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, আন্দোলনের সময় গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ৭৬৯ জন ভর্তি হন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৯০ জন।

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করল এনসিপি

তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির

অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে ‘খোলামেলা’ ওকালতি করছেন: ড. শফিকুর

‘কোটাপ্রথা বিলোপ’ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের