Ajker Patrika
হোম > রাজনীতি

সম্মেলনের আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্মেলনের আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ

আগামীকাল শনিবার অনুষ্ঠেয় জাতীয় সম্মেলনে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই আমন্ত্রণ জানান আওয়ামী লীগের নেতারা।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায়। বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত দপ্তরের দায়িত্বে) সৈয়দ এমরান সালেহের কাছে এই আমন্ত্রণপত্র দেওয়া হয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান আওয়ামী লীগ নেতারা। ছবি: আজকের পত্রিকাবিএনপির কার্যালয়ের সামনে সায়েম খান সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি রাজনৈতিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিএনপির কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খান—বিএনপির এই তিনজনকে আমন্ত্রণ করেছি।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষস্থানীয় নেতাদের জেলে থাকা প্রসঙ্গে সাংবাদিকদের জবাবে সায়েম খান বলেন, ‘যাঁরা কারাগারে, সেটা আইনের বিষয়। তাই প্রতিনিধিত্বকারী বাইরে থাকা নেতাদের আমন্ত্রণ করেছি।’ 

সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র দেওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। ছবি: আজকের পত্রিকাসম্মেলনের আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানানো হলো কেন, এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে এবার আমাদের সবকিছু সাদামাটা। এবার আমরা স্বল্প সময়ে, অল্প অর্থ ব্যয়ে সম্মেলন সমাপ্ত করার চেষ্টা করছি। স্বল্প পরিসরে আমরা আমন্ত্রণপত্র বিলি করছি।’

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবিতে ছাত্রী হেনস্তা: মব উসকে দেওয়ায় গণতান্ত্রিক ছাত্রসংসদের মাজহারুলের পদ স্থগিত

এনপিপিতে ফের আম নিয়ে কাড়াকাড়ি

কুটনীতিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপির নেতারা

দেশ এখনো অস্থিতিশীল, এ বছরই নির্বাচন অনুষ্ঠান কঠিন: নাহিদ ইসলাম

নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর বদল চায় এনসিপি

নির্বাচন নিয়ে দলগুলোর তিন মত

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু