Ajker Patrika
হোম > রাজনীতি

স্বাস্থ্য খাতে বাংলাদেশের ব্যয় আফগানিস্তানের চেয়েও খারাপ: আমীর খসরু

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

স্বাস্থ্য খাতে বাংলাদেশের ব্যয় আফগানিস্তানের চেয়েও খারাপ: আমীর খসরু
ড্যাব চট্টগ্রাম শাখার উদ্যোগে চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ১ শতাংশের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্য খাতে এ দেশের মানুষের পকেট ব্যয় আফগানিস্তানের চেয়েও খারাপ। দেশের স্বাস্থ্য খাতে এত কম বাজেট বিশ্বের আর কোথাও নেই।

আজ শুক্রবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চট্টগ্রাম শাখার উদ্যোগে চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন। নগরীর পাঁচলাইশ থানাসংলগ্ন কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।

চিকিৎসকদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই খারাপ। এটা আপনারা আরও ভালো জানেন। আমরা বলেছি, স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ১ শতাংশ থেকে ক্রমান্বয়ে বাড়িয়ে ৫ শতাংশ করব। কিন্তু আপনাদের ডাক্তার-রাজনীতিবিদদের সংস্কৃতি পরিবর্তন না করলে কোনো কিছু কাজ করবে না। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যাতে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি।’

৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘সে পরিবর্তন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছে। তাঁদের প্রত্যাশা অনেক বেশি। রাজনীতিবিদ, ডাক্তার, পেশাজীবী সবার প্রতি প্রত্যাশা মানুষের। এ জন্য বিএনপি যুক্তরাজ্যের এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস) মডেলের মতো সর্বজনীন স্বাস্থ্যসেবার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত আমরা পরিপূর্ণভাবে পালন করব। এ জন্য ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাজনীতিতে যদি ডাক্তার-পেশাজীবীদের কার্যক্রমে গুণগত পরিবর্তন করতে না পারি, তাহলে আমরা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারব না।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রসঙ্গে বলেন, ‘এই বাজেট ১০ থেকে ১২ শতাংশে আসা উচিত। আমরা মনে করি, আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে ১০ থেকে ১২ শতাংশ বাজেট ডাক্তার সমাজকে উপহার দেব।’

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার জানান, আগামী দু-এক মাসের মধ্যে ড্যাবের নতুন কমিটি ঘোষণা করা হবে। যাঁরা বিগত ১৭ বছর মাঠে কাজ করেছেন, তাঁদেরই কমিটিতে আনা হবে। ৫ আগস্টের আগে যাঁরা সংগঠনের সদস্য ছিলেন, সেখান থেকে ভোটার করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ড্যাবের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন চমেক ড্যাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান, জেলা সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ঢালী ও মহানগর সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম লিটন। বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব আবদুস সালাম, সিনিয়র সহসভাপতি আবদুস সেলিম, চট্টগ্রাম জেলা সভাপতি তমিজ উদ্দিন আহমেদ মানিক, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ জামিল চৌধুরী, মহানগর ড্যাবের সভাপতি আব্বাস উদ্দীন, কেন্দ্রীয় সহসভাপতি শফিউল আলম জিন্টু, যুগ্ম মহাসচিব সাইফুদ্দিন নিসার আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল আলম নিপ্পন প্রমুখ।

দেশে ফ্যাসিস্ট পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না: গোলাম পরওয়ার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দাবিতে ছাত্র ফেডারেশনের ‘কাফন মিছিল’

নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার তথ্য সংগ্রহে বিএনপির সেল গঠন

হাসিনার মতো ফ্যাসিস্ট আবার কায়েম হলে রাজপথে নামব: ফারুক

ধর্ষকের প্রকাশ্য শাস্তির দাবিতে বায়তুল মোকাররমের সামনে খেলাফত মজলিসের বিক্ষোভ

কেউ কেউ কৃত্রিম বিরোধ তৈরির চেষ্টা করছে: মির্জা আব্বাস

বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে: মির্জা ফখরুল

উপদেষ্টা মাহফুজ আলম শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন: গোলাম পরওয়ার

যুদ্ধাপরাধের সহযোগী বলায় মাহফুজের ওপর জামায়াত ক্ষুব্ধ

দেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি: আমান