হোম > রাজনীতি

আইন বাস্তবায়নে মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশন লাগবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাম গণতান্ত্রিক জোটের সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেছেন, নির্বাচন আইন যত শক্তিশালীই হোক না কেন, সেই আইন প্রয়োগের জন্য মেরুদণ্ড আছে এ রকম লোক নির্বাচন কমিশনে নিয়োগ পেতে হবে। তা ছাড়া হবে না।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন নির্বাচন কমিশন গঠন আইন বাতিলের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন গঠনের আইন করার দাবি জানায় দলটি। 

বজলুর রশিদ বলেন, বাংলাদেশে চারটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। বাকিগুলো সরকারি দলের অধীনে হয়েছিল, যা প্রশ্নবিদ্ধ। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু, নিরপেক্ষ হতে পারে না। সে জন্য আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে দাবি করছি, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। 

এর আগের সার্চ কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়েছে অভিযোগ করে বজলুর রশিদ বলেন, গত দুইটা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়েছিল। এই দুইটা নির্বাচন কমিশনের অভিজ্ঞতা কী? বাংলাদেশে যে নির্বাচনব্যবস্থা, সেটাকে নির্বাসনে পাঠানো হয়েছে। গণতন্ত্রকে বর্তমান সরকার কবর দিয়েছে।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা