দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে। আজ রোববার আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান। একই আসনে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও প্রার্থী।
প্রার্থিতা ফিরে পেয়ে নাসিরুল খান সাংবাদিকদের বলেন, চুন্নুর সঙ্গে মাঠে খেলা হবে। চুন্নুর জামানত বাজেয়াপ্ত হবে। ১৯৭০ সাল থেকেই কিশোরগঞ্জ-৩ আওয়ামী লীগের আসন। পুরো আসনে জাতীয় পার্টির ১০টি ভোট নেই।
আজ রোববার শুনানির প্রথম দিন আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার আপিল শুনানিতে উপস্থিত রয়েছেন।
প্রতিদিন ১০০ আপিল শুনানি হবে। শুনানি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।